• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে কার্তিক ১৪৩২ রাত ০৮:৫২:১০ (12-Nov-2025)
  • - ৩৩° সে:

ময়মসিংহে ঘরে ঢুকে বাবা-মেয়েকে গলা কেটে হত্যা

১২ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৩৮:৩৯

সংবাদ ছবি

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ঘরে ঢুকে এক পরিবারের দুই সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় পরিবারের আরেক সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
১২ নভেম্বর বুধবার ভোররাত ৪টার দিকে উপজেলার ভুবনপুরা হামিলখা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
 
নিহতরা হলেন—রতন মিয়া (৩৩) ও তার সাত বছর বয়সী মেয়ে নুরিয়া আক্তার। আহত রতনের স্ত্রী জুলেখা আক্তার (২৭) বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
 
জানা গেছে, ভোরের দিকে রতনের ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। সেখানে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় রতন ও তার মেয়েকে পড়ে থাকতে দেখেন। রতনের মরদেহ ঘরের মেঝেতে এবং মেয়ের মরদেহ খাটের ওপর পাওয়া যায়।
 
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার বিস্তারিত এখনও তিনি বলতে পারছেন না।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
এবার ধোলাইপাড়ে বাসে আগুন
১২ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:০৬







Follow Us