• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:১২:৫৯ (02-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আনসার ও ভিডিপির শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কড়াইল বস্তিতে গত ২৫ নভেম্বরের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।২৯ নভেম্বর শনিবার ক্ষতিগ্রস্তদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষের কাছে তাৎক্ষণিক উষ্ণতা পৌঁছে দেওয়ার মাধ্যমে এ উদ্যোগ ইতোমধ্যেই মানবিক ত্রাণ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে কম্বল তুলে দেন আনসার ও ভিডিপির উপমহাপরিচালক (অপারেশন্স) সাইফুল্লাহ রাসেল।তিনি বলেন,‘শীতের তীব্রতা ও অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো মানুষের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যেই এই কম্বল বিতরণ কর্মসূচি। আমরা বিশ্বাস করি, এমন মানবিক উদ্যোগ সমাজে সহযোগিতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।’এর আগে ২৮ নভেম্বর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় কড়াইল বস্তির ভেতরে একটি জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু করা হয়। ঢাকা মহানগর আনসারের পরিচালক মো. আসাদুজ্জামান গনী সেবাকেন্দ্রটির কার্যক্রম উদ্বোধন করেন।  সেবাকেন্দ্রটি প্রতিদিন দুই বেলা প্রায় দুই হাজার মানুষের জন্য পাঁচ দিনব্যাপী খাবার বিতরণ করছে, যা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করছে।