• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:২৫:০৬ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

বরিশালে হত্যা মামলায় ১ জনের মৃত্যদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৯ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:০২:০৩

সংবাদ ছবি

বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জে মোটরসাইকেল চালক ফয়সাল আহমেদ প্রিন্স (২৬) হত্যা মামলায় ১ জনের মৃত্যদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ৯ অক্টোবর সোমবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা এ রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজু। তিনি বলেন, ২০১৯ সালের ৫ মার্চ রাত ১১ টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুরিয়া ইউনিয়নের খয়রাবাদ গ্রামে খুন হন ফয়সাল। ঐ এলাকায় টিউবয়েল বসাতে আসা শ্রমিক রাসেল হাওলাদার, শাহীন, বেল্লাল এবং ইদ্রিস মিলে ফয়সালকে মাথায় আঘাত করে হত্যা করে। পরে অভিযুক্তরা তার মোটর সাইকেল, মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়।

Ad
Ad

এ ঘটনায় ফয়সাল আহমেদ প্রিন্সের পিতা মো. শহিদুল ইসলাম বাদী হয়ে ২০১৯ সালের ৬ মার্চ বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বাকেরগঞ্জ থানা পুলিশ ২০২০ সালের ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। পরবর্তীতে আদালত ২৮ জন স্বাক্ষির মধ্যে ১৩ জনের সাক্ষগ্রহণ শেষে সোমবার এ রায় প্রদান করে।

Ad

এ ঘটনায় আসামী সৈয়দ মৃধা খলিলকে মামলা থেকে অব্যহতি দিয়েছে আদালত। রায়ে সন্তোস প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের বাবা মো. শহিদুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫






Follow Us