বিসিএস পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের বিনা ভাড়ায় বাস সার্ভিস
মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল।সংগঠনটি জানিয়েছে, পরীক্ষার দিন সকালে ক্যাম্পাস থেকে ময়মনসিংহ ও ঢাকার উদ্দেশ্যে পৃথক দুটি বাস (প্রতিটি ৫০ আসনের) ছাড়বে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বাস ছাড়ার সময় নির্ধারণ করা হবে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দীপু বলেন, ‘বিসিএস পরীক্ষায় আমার বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতের সুবিধা দেওয়ার জন্য ছাত্রদলের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছি। এটি সম্পূর্ণ বিনামূল্যে। আমরা সর্বদা ছাত্রদের পাশে আছি, কল্যাণমূলক কাজ করে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।’