• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ১২:২৪:৪৫ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

সেন্টমার্টিনে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ: ক্ষুব্ধ স্থানীয়রা

১১ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:১৮:০২

সংবাদ ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: সেন্টমার্টিন নৌ রুটে মালবাহি ট্রলার চালু থাকলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েয়ে যাত্রীবাহি ট্রলার চলাচল। অনেকটিন থেকে যাত্রীবাহি ট্রলার চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে স্থানীয়রা। ফলে এখানকার কর্মজীবি মানুষ, শিক্ষার্থীদে যাতায়াত ও জরুরি সেবার সবকিছুই সংকুচিত হয়ে পড়েছে। স্থানীয়দের দূর্ভোগের চিত্র প্রতিনিয়ত লম্বা হচ্ছে, ক্ষোভ বাড়ছে তাদের মধ্যে। সবকিছু বিবেচনা করে আবারও ট্রলার চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

গত ৬ অক্টোবর টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেন্টমার্টিনে যাত্রীবাহি ট্রলার চলাচল বন্ধ করে দেয়া হয়। মেডিকেল এমার্জেন্সি বা জরুরি প্রয়োজনে চলাচলের অনুমতি থাকলেও ৩ জনের বেশি ট্রলারে চলাচল করতে পারবেনা বলে আদেশে বলা হয়। সেই থেকে এ রুটে যাত্রীবাহি ট্রলার চলাচল বন্ধ রয়েছে।

Ad
Ad

এ বিষয়ে দ্বীপের ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, সেন্টমার্টিনে স্থানীয়দের যাতায়াতের একমাত্র বাহন সার্ভিস বোট বা ট্রলার। যা দিয়ে আমরা ১২ মাসে সেন্টমার্টিন থেকে টেকনাফে আসা-যাওয়া করি। হটাৎ ট্রলার চলাচল বন্ধ করে দেয়ায় দ্বীপে যাতায়াত সংকুচিত হয়ে পড়েছে। ট্রলার চলাচলের অনুমতি দিতে আমরা উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

Ad

সেন্টমার্টিনের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল জানান, যে কোন মুহূর্তে জরুরি রোগী পরিবহণ বা প্রয়োজনীয় কাজে দ্বীপের বাইরে যাতায়াত স্থানীয়দের জন্য এখন সীমিত হয়ে পড়েছে। সুতরাং বিকল্প কোন ব্যবস্থা না করে এভাবে ট্রলার বন্ধ করে দেয়ায় সাধারণ মানুষ বিপাকে পড়েছে। এখন পর্যটন মৌসুম, তাই অল্প কিছু মানুষ হয়তো জাহাজে করে যাতায়াত করতে পারেবে। আমরা তো সবসময় জাহাজ পাবনা, কারন একটা নিদিষ্ট সময়েই জাহাজ কেবল দ্বীপে আসে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী জানান, সেন্টমার্টিন নৌ রুটে চলাচলকারি বোট বা ট্রলারগুলোর বিষয়ে যাচাই-বাছাই চলছে। শীঘ্রই বোট চলাচল উন্মুক্ত করে দেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩



Follow Us