• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সকাল ১১:৩৪:৪০ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

৭ নভেম্বর ২০২৩ রাত ০৯:২৫:০৫

সংবাদ ছবি

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল (৬৫) মৃত্যুবরণ করেছেন। ৭ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার সৈয়দপাড়া নামক গ্রামে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

গদখালি ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আনারুল ইসলাম রিপা বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল প্রতিদিনের ন্যায় ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছিলেন। মঙ্গলবার সকালে তিনি বাসা থেকে বেরিয়ে সৈয়দপাড়া রেললাইনের পাশ দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আশপাশের লোকজন রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশ ও স্থানীয়দের খবর দেয়।

Ad
Ad

তিনি বলেন, কোন ট্রেনে এ দুর্ঘটনাটি ঘটেছে, তা কেউই বলতে পারছে না। ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতো সকালে সাধারণত মালবাহী ট্রেন যায়। মালবাহী ট্রেনে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে সকলের ধারণা।

Ad

রেলওয়ে পুলিশের এসআই আ. রশিদ জানান, প্রাথমিক কাজ চলমান রয়েছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, রেললাইনের উপর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে রেল পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ট্রেনের ধাক্কায় মারা গেলেও, তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা সেটা পরিষ্কার নয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩





সংবাদ ছবি
নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীরা
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৩৬:১৭


Follow Us