• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:২৯:৫৯ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত, আহত ৩

১৩ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:০১:৫৭

সংবাদ ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। ১৩ নভেম্বর সোমবার বেলা সোয়া ১১ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন দাদন সরকার (৩২) ও তার ছেলে হোনাইন সরকার। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকায়। এ ঘটনায় আহত হয়েছে নিহত শিশুর মা কুলসুমসহ (৩০) আরও ৩ জন। এদের মধ্যে নিহত শিশুর মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাংলাবাজার থেকে মুন্সীগঞ্জে আসছিলো সিএনজিটি। বেলা ১১ টার কিছুক্ষণ পরে টরকি এলাকায় পৌছালে সিএনজি ও একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিতে থাকা সবাই আহত হয়। আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

Ad

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. কামাল প্রধান জানান নিহত ২ জনের হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান,  দূর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে মাসহ আরও ৩জন। দূর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রলিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫






Follow Us