• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০১:০৯:৪৭ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল, বিচ্ছিন্নভাবে চলছে যানবাহন

১৯ নভেম্বর ২০২৩ সকাল ১১:০২:০০

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও চলছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল।

১৯ নভেম্বর রোববার ভোর ৬টা থেকে শুরু হয়েছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।

Ad
Ad

সকাল ৬টা থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার হরতালের মধ্যে মানিকগঞ্জে যানচলাচল অন্যান্য দিনের তুলনায় কম দেখা যায়।

Ad

রোববার সকাল থেকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, খালপাড় , শহিদ রফিক সড়ক, বঙ্গবন্ধু চত্বর, ঢাকা-আরিচা হাইওয়ে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকাল থেকে ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার দুই-একটি বাস যেতে দেখা যায়। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে। এছাড়াও স্কুল-কলেজে ও চাকরিজীবী লোকদের কর্মস্থলে যেতে দেখা যায়।

এছাড়াও বিচ্ছিন্নভাবে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া ও মানিকগঞ্জ-সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ডেফলতুলি এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫








Follow Us