• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৫৬:৪৫ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

দিনাজপুরে পরীক্ষার হলে ছাত্রকে পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

২৪ নভেম্বর ২০২৩ দুপুর ১২:১৫:২৪

সংবাদ ছবি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার সোহান নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে পরীক্ষা চলা অবস্থায় বেদম পিটিয়েছেন এক শিক্ষক। এতে তার গাল ফুলে গেছে। ২২ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার মহারাজপুর বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্কুল ও পারিবারিক সূত্রে জানা গেছে, মহারাজপুর বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান বাবু পরীক্ষা চলা অবস্থায় সোহানের গালে বেদম মারধর করেন। এতে তার গাল ফুলে যায়।

Ad
Ad

সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান বাবু যখন সোহানকে মারধর করেন, তখন অন্য শিক্ষার্থীরা ভয়ে চিৎকার শুরু করে দেয়। কিন্তু তারপরও সোহানকে রক্ষা করতে ওই সময় অন্য কোনো শিক্ষক এগিয়ে আসেননি বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

Ad

ঘটনার পর সোহান বাড়িতে গেলে তার বাবা-মা দেখতে পেয়ে স্থানীয়ভাবে চিকিৎসা করান। তার গালে আঘাতের চিহ্ন রয়েছে। ২৩ নভেম্বর বৃহস্পতিবার তার গায়ে প্রচণ্ড জ্বর আসে।

এ বিষয়ে দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অভিজিৎ বসাক বলেন, তার পরিবারের সদস্যরা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আমাকে অবগত করেছেন । তাদেরকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

স্কুলছাত্র সোহানের বাবা গোলাপ হোসেন বলেন, একজন শিক্ষক এতটা নিষ্ঠুর হতে পারেন, এটা ভাবতেই পারছি না। ছেলেটার গালে মেরে ফাটিয়ে দিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনা স্বীকার করে বলেন, বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে। তবে অভিযুক্ত সহকারী শিক্ষকের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৫:৩৬

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৪:৪৬








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২