• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:১০:৩৮ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে বিএনপির মিছিল থেকে ট্রাক-লেগুনা ভাংচুর, আটক ৩

১২ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:০০:৫৫

সংবাদ ছবি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এসময় দুটি ট্রাক ও একটি লেগুনা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

Ad
Ad

এলাকাবাসী জানায়, দুপুর ১ টার দিকে মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজ এলাকা থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। পরে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

Ad

এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছসেবক দল, ছাত্রদল, তাঁতী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অবরোধের সমর্থনে মিছিলকারীরা সড়কে চলাচলরত দুটি ট্রাক ও একটি লেগুনা ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দিনসহ তিনজনকে আটক করেছে। ঘটনায় জড়িত বাকি দুইজনের পরিচয় এখনও জানা যায়নি।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, অবরোধ সমর্থনকারীরা বিক্ষিপ্তভাবে একটি মিছিল বের করে। এসময় তারা একটি ট্রাক ও একটি লেগুনা ভাংচুর করে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫







Follow Us