• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০১:৩৭:১১ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

কুমিল্লায় উল্টে যাওয়া ট্রাকের মালামাল সরানোর সময় লরির ধাক্কায় একজন আহত

১৩ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:১৩:৩৫

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে ট্রাক উল্টে যাওয়া স্থানে মালামাল সরাতে এসে একটি লরি উল্টে গেছে। এ সময় লরির ধাক্কায় গাছ ভেঙে পড়ে মো. রুবেল হাজরী (২৫) নামের এক যুবক আহত হয়েছেন।

১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর চাপানগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুবেল হাজারী চাপানগর এলাকার শফিকুল ইসলাম হাজারীর ছেলে। পরে তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

Ad
Ad

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর চাপানগর বায়তুস সালাম জামে মসজিদের সামনে পাথর বোঝাই একটি ট্রাক চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় উল্টে যায়। এ ঘটনায় কোনো আহত না হলেও সড়কের দুই পাশে গাড়ি জমে প্রায় ৪ ঘণ্টা যানজটে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

Ad

এ ব্যাপরে স্থানীয়রা থানা পুলিশ খবর দিলে মীরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পাথর উদ্ধার অভিযান শুরু করে। এ সময় পাথর উদ্ধার করতে আসা এক লরি ঘটনাস্থল পাড় হতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। লরির ধাক্কায় একটি গাছ ভেঙে পড়ে। এতে আহন হন রুবেল হাজারী।

এ বিষয়ে মীরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার মন্জুরুল আফসার বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং প্রায় ৪ ঘণ্টা উপস্থিত থেকে সড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫








Follow Us