• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০১:৫০:৩০ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

সেবা দিতে প্রস্তুত কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন

২৪ জানুয়ারী ২০২৩ দুপুর ১২:১০:৩৯

সংবাদ ছবি

মিজানুর রহমান, কুতুবদিয়া (কক্সবাজার) : উদ্বোধনের পর এবার সেবা দিতে প্রস্তুত কক্সবাজারের কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি। গত ২০২২ সালের ৭ ডিসেম্বর কক্সবাজারের সমাবেশ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্টেশনটি উদ্বোধন করেন।

২৩ জানুয়ারি সোমবার কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জনবলসহ সকল মালামাল সামগ্রী এসেছে পৌঁছেছে।

Ad
Ad

কক্সবাজার জেলার উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জনবলসহ ১টি পানিবাহী গাড়ি ও ১টি পাম্প টানা গাড়িসহ সকল সরঞ্জাম দেয়া হয়েছে। এখন থেকে এ উপজেলায় সেবা দেয়া হবে বলে জানান তিনি।

Ad

স্থানীয় বাসিন্দা আজম কুতুবী ও ধূরুং বাজারের ব্যবসায়ী ফারুক হোছাইন বলেন, স্টেশনটি চালু হলে অগ্নিকান্ড নিয়ন্ত্রণ ও দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারসহ সেবার বিষয়ে উপজেলাবাসী উপকৃত হবে। স্টেশনটি চালু হচ্ছে এমন খবরে উপজেলাবাসীর মাঝে স্বস্তি ফিরছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক,  জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফরিদুল ইসলাম চৌধুরীসহ প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন দ্বীপবাসী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫







Follow Us