• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০১:৪৯:৪৮ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

বিএনপি নির্বাচন বন্ধ করতে লাশ ফেলার রাজনীতি করতে চায়: ওবায়দুল কাদের

৩১ ডিসেম্বর ২০২৩ দুপুর ০২:২৮:১৭

সংবাদ ছবি

নোয়াখালী প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন বন্ধ করতে সারাদেশে লাশ ফেলার রাজনীতি করতে চায়। তারা রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে নানান অপকৌশল হাতে নিয়েছে। এতে তাদের কোনো লাভ হবে না।

৩১ ডিসেম্বর রোববার দুপুর ১২টার দিকে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

ওবায়দুল কাদের বলেন, তারা ৭৫-এ খুন করেছে, জেল খানায় জাতীয় নেতাদের হত্যা করেছে এবং ২১ আগস্ট-এ শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে। এখন আবার তারা তৎপর হয়ে উঠেছে।

Ad

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সতর্ক থাকার আহবান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো নামি নেতাকে হত্যার ষড়যন্ত্র করছে তারেক, এটি প্রতিরোধ করবেন।

সেতুমন্ত্রী বলেন, বিদেশী শক্তি আমাদেরকে পরামর্শ দিলে আমরা তা গ্রহণ করব।  কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উস্কানি দিলে, এটা দেশবাসী কোনোভাবেই মেনে নেবে না। 
    
এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা চেয়ারম্যান শিউলি একরাম, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫







Follow Us