• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৪:০২:২৯ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

বাগেরহাট-১ আসনে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

৬ জানুয়ারী ২০২৪ রাত ০৮:২৬:০৩

সংবাদ ছবি

বাগেরহাট প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের নির্বাচন সুষ্ঠ, সুন্দর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ফকিরহাটে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রেগুলোতে পৌঁছে গেছে ব্যালট বাক্সসহ ভোটের সরঞ্জাম।

আসনটিতে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত শেখ হেলাল উদ্দীন (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির বাসুদেব গুহ (আম), তৃণমূল বিএনপির মো. মাহফুজুর রহমান (সোনালী আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের মো. মঞ্জুর হোসেন শিকদার (নোঙ্গর), জাতীয় পার্টির মো. কামরুজ্জামান (লাঙ্গল) এবং বাংলাদেশ কংগ্রেস মনোনীত এইচ এম আতাউর রহমান আতিকী (ডাব)।

Ad
Ad

বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ৮২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৩৯৭, নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৪২৩ জন। এরমধ্যে ফকিরহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৪৬ জন।এরমধ্যে পুরুষ ভোটার ৬০ হাজার ৯৮৯ জন। নারী ভোটার ৬২ হাজার ৫৭ জন।

Ad

ফকিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা এটিএম শামীম মাসুদ জানান, ফকিরহাট উপজেলায় মোট ভোট কেন্দ্র ৪৫টি, বুথের সংখ্যা ২৪১টি। প্রিজাইডিং অফিসার ৪৫ জন। সহকারী প্রিজাইডিং অফিসার ২৪১জন। পোলিং অফিসার ৪৮২জন। সহকারী পোলিং অফিসার ২৪১ জন।  

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ফকিরহাটে সর্বত্রই শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ কাজ করছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে রয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটাররা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্রিং কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ভোটের মাঠে ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার ব্যাটেলিয়ানরাও মাঠে থাকবে।  ভোট কেন্দ্রে সার্বক্ষণিক পুলিশ ও আনসার ব্যাটেলিয়ানরা অবস্থান করবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
কাউনিয়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৫:০৫



সংবাদ ছবি
ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের ১১ অভিযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৫২:৩৫

সংবাদ ছবি
নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে ডাবলুর গণসংযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৪২:৩৮







Follow Us