• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:২৮:৩৫ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

নীলফামারীতে ৫৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৬৮

৬ জানুয়ারী ২০২৪ রাত ০৮:৩১:৪৮

সংবাদ ছবি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার ৪টি সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে ৫৬৩টি কেন্দ্রে। ভোট গ্রহণের জন্য ৬ জানুয়ারি শনিবার বিকেলের মধ্যে এসব কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১৫৪টির মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ রয়েছে, নীলফামারী-২ (সদর) আসনে ১৩৫টির মধ্যে ৩৩টি, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১০৫টির মধ্যে ৪৬টি, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ১৬৯টির মধ্যে ৪৯টি ঝুঁকিপূর্ণ রয়েছে।

Ad
Ad

এই ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৮৯ হাজার ৩১৩ জন।

Ad

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ জানান, জেলায় ৪টি সংসদীয় আসনে ৫৬৩টি ভোট কেন্দ্রে ৩ হাজার ৩৫৪টি বুথে ভোট গ্রহণ করা হবে। গুরুত্বপূর্ণ ১৬৮টি ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবিবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা মাঠে রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫






Follow Us