• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:১২:০০ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

বাগেরহাট-৩ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

৬ জানুয়ারী ২০২৪ রাত ০৯:১১:২৭

সংবাদ ছবি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-৩ আসনে (রামপাল-মোংলা) প্রত্যেকটি নির্বাচন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

৬ জানুয়ারি শনিবার দুপুর ১টায় মোংলা ও রামপাল নির্বাচন অফিস থেকে ব্যালট ব্যালট বাক্স, কলম, কালিসহ প্রায় ৬০ ধরণের মালামাল পাঠানো হয়।

Ad
Ad

মোংলা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল বলেন,  আমাগীকাল এ আসনের ৯৬টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তারা নির্বাচনী সরাঞ্জামাদি বুঝে নেন। এখানে ৯৬টি কেন্দ্রই ঝুকিপূর্ণ, গুরুত্বপূর্ণ চিহ্নিত করে নৌ সেনা, পুলিস, র‍্যাব ও আনসার বাহিনীর সমন্বয়ে অধিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Ad

তিনি আরও বলেন, বাগেরহাট-৩ আসনে দুই উপজেলায় ৪ জন করে মোট ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছেন স্থানীয় প্রশাসন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কে এম আজিজুল ইসলাম বলেন, নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশসহ নৌ সেনা,
র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরা সতর্ক থাকবেন। নির্বাচনে কোনও ধরণের অপ্রীতিকর বা বিশৃঙ্খলা এড়াতে নিশ্চদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোংলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রামপাল ও মোংলা উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসনে আছে একটি পৌরসভা ১৬টি ইউনিয়ন। এখানে ভোটার রয়েছে ২ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ১৭৭ জন এবং নারী ভোটার রয়েছে ১ লাখ ২৭ হাজার ৭১৮ জন।

উল্লেখ্য, আসনটিতে এবার আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫







Follow Us