• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:৩৪:২৫ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১০

১১ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৩১:০৬

সংবাদ ছবি

চলনবিল প্রতিনিধি: নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত। আহতদের মধ্যে চারজনকে বনপাড়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

১১ জানুয়ারি বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের কদিমচিলান ইউনিয়নের গোধূরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি আহতরা হলেন- ঝিনাইদহ জেলার ট্রাকচালক শফিউল ইসলাম (৪০), চালকের সহকারী পঞ্চগড় জেলার আব্দুল কাদের (১৭), বাসের যাত্রী রাজশাহী বাঘা উপজেলার রুবেল আহমেদ (৩২) তার ভাই উজ্জ্বল আলম (৩৬)।

Ad
Ad

আহত উজ্জ্বল আলম বলেন, ঢাকা থেকে ঈশ্বরদী এক্সপ্রেস বাসে তিনি বাঘা যাচ্ছিলেন। বাসটি গোধূরা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

Ad

এবিষয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একরামুল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ৫-৬ জন আহত হয়েছেন। যারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, বাস এবং ট্রাক আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের ১১ অভিযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৫২:৩৫

সংবাদ ছবি
নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে ডাবলুর গণসংযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৪২:৩৮








Follow Us