• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সকাল ১১:৪০:৪২ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে কুয়াশায় ‘আল্লাহ ভরসা’ বাস উল্টে ১৫ জন আহত

২৪ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৪৩:৩৯

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে আল্লাহ ভরসা নামে যাত্রীবাহী একটি বাস উল্টে প্রায় ১৫ জন আহত হয়েছে। এতে গাজীপুর চৌরাস্তামুখী সড়কে প্রায় ৫ কিলোমিটার রাস্তাজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

২৪ জানুয়ারি বুধবার সকাল ৯টার দিকে জেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকালে নীলফামারী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস গাজীপুরের কড্ডা এলাকায় পৌঁছালে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে উলটে যায়। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীরা আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় মহাসড়কের গাজীপুর চৌরাস্তামুখী লাইনে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে।

Ad

ওই গাড়ির যাত্রী রবিউল ইসলাম জানান, ডিমলা থেকে গাজীপুরা আসছিলাম। কড্ডা ব্রিজের উপর আসলে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। পরে কি হয়েছে কিছুই বলতে পারব না। রবিউল ইসলামের বাম চোখের উপরে কেটে যায়। এতে তিনটি সেলাই দেওয়া হয়েছে।

সিয়াম নামে অপর এক যাত্রী বলেন, ড্রাইভার ঝিমেয়ে ঝিমিয়ে গাড়ি চালাচ্ছিল। কড্ডা ব্রিজের উপর আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তিনি বলেন, বাড়ি থেকে আমরা ৪ জন আসছিলাম। তার মধ্যে আমার বড় বোনের হাতের আঙুল কেটে পরে গেছে। আমি সুস্থ থাকলেও অপর তিনজন আহত হয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবুল ফজল জানান, বাস দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

আহতরা হলেন, পলিনের ছেলে মতিলাল (৪০), মোছলিমের ছেলে মুকুল (৪০) ও কলিম উদ্দিনের ছেলে রাকিব (৩৮)। তিনজনই নীলফামারীর বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যায়।

কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, ঘটনাস্থলে এসে আমরা চারজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঠিক কত জন আহত হয়েছে জানা যায়নি।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি র‍্যাকার দিয়ে সরানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩





সংবাদ ছবি
নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীরা
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৩৬:১৭


Follow Us