• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:২৮:০৮ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

নীলফামারীতে তীব্র শীতের কারণে বাড়ানো হল বিদ্যালয়ের ছুটি

৩০ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:৩১:৪৫

সংবাদ ছবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে তীব্র শীত চলমান। তাই তাপমাত্রা কখনো ৭ আবার কখনো ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম আরও দুইদিন ও প্রাথমিক বিদ্যালয়ে একদিন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

২৯ জানুয়ারি সোমবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন সকালে ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস।

Ad
Ad

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান স্বাক্ষরিত পত্রে এ ঘোষণা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, চলমান শৈত্যপ্রবাহের কারণে জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে। এ কারণে মাউশির নির্দেশনা মোতাবেক ২৯ ও ৩০ জানুয়ারি (সোমবার ও মঙ্গলবার) মাধ্যমিক স্তরে শ্রেণি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

Ad

সব প্রাথমিক বিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম জানান, রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ফলে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের নির্দেশ অনুযায়ী সোমবার বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্র জানায়, ২৯ জানুয়ারি সোমবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫






Follow Us