• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ১২:২৩:৩৫ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

বন্ধুকে ৯ টুকরা করে খুনের ঘটনায় ২ আসামি ৩ দিনের রিমান্ডে

৬ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৫০:২৭

সংবাদ ছবি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় আলোচিত মিলন হত্যা মামলায় রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এসকে সজীব ও ইফতি খান নামে ২ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা রিমান্ডের এ আদেশ দেন।

Ad
Ad

এর আগে, ৩ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া থানায় অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে মামলা করেন নিহত মিলনের মা শেফালী খাতুন।

Ad

৪ ফেব্রুয়ারি রোববার বিকেলে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে এ ঘটনায় গ্রেপতার হওয়া ৬ আসামির মধ্যে ৪ আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

মামলার আসামিরা হলো, কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা ও জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি সজীব শেখ (২৪), কুমারগাড়া এলাকার ফয়সাল আহমেদ (২৫), দেশওয়ালীপাড়ার কাজী লিংকন (৩২), সদর উপজেলার কান্তিনগর গ্রামের জনি প্রামাণিক (২১), হাউজিং সি ব্লকের ইফতি খান ও ডি ব্লকের সজল ইসলাম (১৮)।

সদর আদালতের জিআরও এসআই ইস্কান্দার জানান, এরমধ্যে সজীব ও ইফতিকে রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার সকালেই আদালতে আনা হয়। দুপুরে শুনানি শেষে আদালত তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাজু মোহন সাহা বলেন, মিলন হত্যাকাণ্ডে লিংকন, জনি, সজল ও ফয়সাল হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। গ্রেফতার অপর ২ আসামি সজিব ও ইফতির বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

উল্লেখ্য, চাঁদার জন্য গত বুধবার সকালে হাউজিং এলাকার সজল মিলনকে মোবাইলে কল করে ডেকে ৯ টুকরা করে হত্যা করে তার বন্ধুরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩



Follow Us