• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:২৪:১৯ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

যৌথ বাহিনীর অভিযানে মাটিরাঙ্গায় দেশীয় অস্ত্র উদ্ধার

৮ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:২৭:২৬

সংবাদ ছবি

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে মাটিরাঙ্গা পৌরসভার মোহাম্মদপুর বরঝালা এলাকা থেকে এ অস্ত্রটি উদ্ধার করা হয়।

Ad
Ad

পুলিশ ও সেনাবাহিনী জানায়, মাটিরাঙ্গা পৌরসভার বরঝালা এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোন ও মাটিরাঙ্গা থানার একটি আভিযানিক দল ঘটনাস্থলের উদ্দেশ্য বেড় হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী দল পালানোর সময় একটি ব্যাগ ফেলে যায়। পুলিশ ও সেনাবাহিনী ঐ ব্যাগ থেকে ২ রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় পিস্তল উদ্ধার করে।

Ad

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২ রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়। পরে দেশীয় পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫






Follow Us