• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সকাল ১০:৩৭:৫৭ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

নানা আয়োজনের মধ্য দিয়ে হিলিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৩৮:৫৩

সংবাদ ছবি

হিলি প্রতিনিধি : দুই বাংলার সম্প্রীতির প্রয়াসে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শুন্য রেখায় অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও ভারতের বাঙ্গালী ভাষা প্রেমীরা।

Ad
Ad

মঙ্গলবার বেলা ১১ টায় হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ভারতের ১৬ জনের একটি প্রতিনিধি দল হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

Ad
Ad

এসময় ভারতীয় প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানান হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলীসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা।

Ad

পরে সীমান্তের জিরো পয়েন্টে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি তারা শ্রদ্ধা জানান।

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু এবং ভারতের দক্ষিণ দিনাজপুরের উৎজীবন সোসায়টির সম্পাদক সুরজ দাস, বালুরঘাট রেইনবো কালচারাল একাডেমির সম্পাদক শুভঙ্কর রায়, কবি জয়ন্ত চক্রবর্তী ও গৌতম চক্রবর্তী। এসময় বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন ও কবিতা পাঠ করেন ভারত ও বাংলাদেশের শিল্পীরা।

এর আগে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে সাংস্কৃতিক ও পুরুস্কার বিরতণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে জাতীয় শহীদ দিবস  ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা মানবতার প্রদীপ সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩





সংবাদ ছবি
নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীরা
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৩৬:১৭



Follow Us