• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সকাল ১১:৫৬:২৩ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজারের হোটেলগুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থা জোরদার

৭ মার্চ ২০২৪ সকাল ০৮:৪৮:২১

সংবাদ ছবি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটকদের নিরাপত্তায় আবাসিক হোটেল গুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থা জোরদার করা হয়েছে। ৬ মার্চ সন্ধ্যায় হোটেল গ্যালাক্সি রিসোর্টের সম্মেলন কক্ষে গেস্ট হাউস মালিক সমিতি ও কক্সবাজার জেলা রেস্তোঁরা মালিক সমিতির যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভায় এ কথা জানান সমিতির নেতৃবৃন্দ।

গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাসেম সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম নেওয়াজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বাবু দোলন আচার্য্য।

Ad
Ad

বিশেষ অতিথি ছিলেন ফায়ার ইন্সপেক্টর মো. মতিউর রহমান, বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম ডালিম, ফোরকান মাহমুদ, অ্যাড. মো. ইসহাক, কামরুল ইসলাম, মো. শাহীন, আসলাম খান, মো. হাফিজুর রহমান লাভলু, মো. আবু মুছা, মো. জামাল উদ্দিন বাবুল, মো. আয়াছুর রহমান, মাহবুব আলম, ইমদাদ জাহিদ প্রমুখ।

Ad

সভায় বক্তাগণ পর্যটন এলাকায় দুর্ঘটনা রোদে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করণে গুরুত্বারোপ করেন এবং আগামী ২০ মার্চের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানে ফায়ারের পর্যাপ্ত পরিমাণ সিলিন্ডার সরবরাহ আগামী রমজান মাসে ফায়ার স্টেশন কর্মকর্তা ও ফায়ার ইঞ্জিনিয়ার দ্বারা নিরক্ষণ করে ফায়ার সেফটির সুরক্ষা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী ৯ মার্চ বিকেল ৩টায় বাহারছড়া গোলচত্বর মাঠে প্রশিক্ষণের ব্যবস্থার সিন্ধান্ত গৃহীত হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩






Follow Us