• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:২৭:১১ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের মানববন্ধন

১০ মার্চ ২০২৪ বিকাল ০৪:৫৪:৫৮

সংবাদ ছবি

পঞ্চগড় প্রতিনিধি: শ্রমিক ছাটাই, রমজানে ১ মাসের বেতনের সমপরিমাণ ঈদ বোনাস প্রদান, ঈদের ৭ দিন পূর্বেই বোনাস প্রদান এবং  শ্রম আইন বাস্তবায়ন করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পঞ্চগড়ের হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিকরা।

১০ মার্চ রোববার দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

Ad
Ad

মানববন্ধনে বক্তব্য রাখেন, পঞ্চগড় হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আইনুল হকসহ শ্রমিক নেতারা।

Ad

এসময় বক্তারা বলেন,পঞ্চগড় জেলায় প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক তাদের পরিবার পরিজন নিয়ে অনাহারে ও বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। যারা চাকরিতে নিয়োজিত, তাদের আসন্ন রমজানে আরেক দফা শ্রমিক ছাটাই করা হলে; এই শ্রমিকরা কোথায় যাবে?

তারা বলেন, রমজানের অজুহাতে বেতন ও উৎসব ভাতা প্রদান ব্যতিত শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। বাৎসরিক বোনাস দুই ঈদ ও পূজায় এক মাসের বেতনের সমপরিমাণ বোনাস দিতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫






Follow Us