• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সকাল ১১:৩৩:৪০ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

মান্দায় গভীর নলকূপে বিদ্যুৎ সংযোগের দাবিতে কৃষকদের মানববন্ধন

১১ মার্চ ২০২৪ দুপুর ০১:১৫:৪৪

সংবাদ ছবি

নওগাঁ (পশ্চিম) প্রতিনিধি: নওগাঁর মান্দায় কয়েকজন প্রভাবশালীদের বাঁধায় প্রায় আড়াই শত বিঘা জমিতে পানির সেচের অভাবে ইরি ধান রোপণ করতে পারছেন না কৃষকেরা। এমন অভিযোগে ১০ মার্চ রোববার দুপুরে অর্ধশত কৃষক বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন করেছেন।

জানা যায়, প্রভাবশালীদের ভয়ে উপজেলার পাঁজরভাঙ্গা মৌজায় অবস্থিত গভীর নলকুপটিতে বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন না পল্লী বিদ্যুৎ অফিস।

Ad
Ad

স্থানীয় কৃষকেরা জানান, পাঁজরভাঙ্গা এলাকার প্রভাবশালী একরামুল, এনামুল, আব্দুল মান্নান, সামসুল হক, জাহিদুল ইসলাম, শহর উদ্দিনসহ কিছু ব্যক্তি কৃষক সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমানকে গভীর নলকুপটি পরিচালনা করতে দিচ্ছেন না। পরিচালনা করতে গেলে বাঁধা প্রদানসহ হুমকি দিচ্ছেন। এ কারণে কৃষক নেতা আতাউর রহমান গভীর নলকুপটি চালু করতে পারছেন না। দুই-এক দিনের মধ্যে গভীর নলকুপটি চালু না হলে প্রায় আড়াই শত বিঘা জমিতে ইরি ধান রোপণ করতে পারবেন না কৃষকেরা।

Ad

এনিয়ে শংঙ্কায় দিন পারছেন ওই এলাকার কৃষকেরা। প্রভাবশালীদের ভয়ে গভীর নলকুপটিতে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে দিচ্ছেন না পল্লী বিদ্যুৎ অফিস বলে অভিযোগ স্থানীয় শতাধিক কৃষকের। এমতাবস্থায় উপজেলার পাঁজরভাঙ্গা, চকসিদ্ধেশরী, চকবালু ও ছোট চকচম্পক মৌজার প্রায় আড়াই শত বিঘা জমি পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। এনিয়ে মাথাব্যাথা নেই স্থানীয় প্রশাসনের।

স্থানীয় কৃষক নেতা আতাউর রহমান জানান, স্থানীয় প্রশাসন সহযোগিতা করলে অচিরেই বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ইরি বুরো চাষ সম্ভব হবে। তাছাড়া প্রায় আড়াই শত বিঘা জমিতে ইরি ধান রোপণ সম্ভব হবে না। স্থানীয় কৃষকরা দ্রুত গভীর নলকূপটিতে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পানি সেচ দিয়ে কৃষকদের ফসল উৎপাদনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু জানান, এ বিষয়ে আমার জানা নেই। তবে যদি কেউ অভিযোগ করে তাহলে, জেনে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩





সংবাদ ছবি
নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীরা
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৩৬:১৭


Follow Us