• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:৩১:৪৯ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

সোনা পাচারচক্রের ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

১৩ মার্চ ২০২৪ দুপুর ০২:১১:৩৮

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে সোনা পাচারকারী চক্রের ৫ জন সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযুক্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

১৩ মার্চ বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার  অভিযুক্তদের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।

Ad
Ad

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইয়াহিয়া আমিন, শেখ আমিনুর রহমান, মো. মনিরুজ্জামান রনি, শেখ জাহিদুল ইসলাম ও মো. জহিরুল ইসলাম তারেক। তাদের বাড়ি সাতক্ষীরা, যশোর মুন্সীগঞ্জ ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন গ্রামে।

Ad

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৪ অক্টোবর রাতে র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে  মানিকগঞ্জ সদরের তরা এলাকায় বেনাপোলগামী একটি বাস আটক করে। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। তাদের পাঁচজনেরই দেহ তল্লাশি করে ২২৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায়  ৪৪ কেজি স্বর্ণ।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানায় ২০১৮ সালের ৫ অক্টোবর সুবেধার একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি মধুরনাথ সরকার ও আসামিপক্ষের অ্যাডভোকেট ছিলেন নজরুল ইসলাম বাদশা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫






Follow Us