• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:২০:০০ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

তানোরে ইউএনও কার্যালয়ের সামনে কৃষক ও গভীর নলকূপ অপারেটরের হাতাহাতি

১৫ মার্চ ২০২৪ সকাল ০৮:৫৭:৩১

সংবাদ ছবি

তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে কৃষক ও গভীর নলকূপ অপারেটরের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটছে। এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে৷

Ad
Ad

ঘটনাটি ঘটেছে ১৪ মার্চ বৃহস্পতিবার বিকালে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তানোর উপজেলার মাদারীপুর মাঠে গভীর নলকূপ স্কিমের আওতায় কৃষকদের জমি আলু চাষের জন্য লিজ নিয়েছেন এলাকার মজিদ নামের এক ব্যক্তি। কিন্তু লিজের টাকা কৃষকদের বুঝিয়ে দেননি মজিদ।

Ad

এ নিয়ে কৃষকরা তানোর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে তানোর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান উভয় পক্ষকে তার কার্যালয়ে ডেকে পাঠান। বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার লিখিতভাবে সমাধান করে দেন।

সমাধানের পরে নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বেরিয়ে নিচে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ইউএনও নেমে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সমাধান হয়ে যাওয়ার পরেও তারা নিচে নেমে হাতাহাতির ঘটনা ঘটিয়েছে। আমি অফিস থেকে নিচে নামতে নামতে তারা সেখান থেকে চলে যায়।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২

সংবাদ ছবি
ভৈরবে ১০২ কেজি গাঁজা উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৩:৩৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪০
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৭:৩১