• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সকাল ১১:৩৩:৫৭ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

তনয়ার মরদেহ বুঝে পাওয়ার আগেই অভিযুক্ত আসামিদের জামিন মঞ্জুর

২০ মার্চ ২০২৪ বিকাল ০৫:৫১:২৪

সংবাদ ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে এসে বসুন্ধরা হাসপাতালে ভুল চিকিৎসায় মারা যাওয়া তাসনিয়া জাহান তনয়ার (১২) মরদেহ হস্তান্তর করার আগেই অভিযুক্ত ৫ আসামিকে জামিন দিয়েছে আদালত।

২০ মার্চ বুধবার বিকেল সাড়ে তিনটায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে মর্গে ময়নাতদন্ত শেষে আত্মীয়দের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

Ad
Ad

সোনারগাঁ পানাম লেকসিটি আদর্শ বিদ্যানিকেতন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী তনয়ার মরদেহ হস্তান্তরের আগেই ভুল চিকিৎসায় অভিযুক্ত ৫ আসামিকে জামিন দিয়েছে আদালত।

Ad

জানা গেছে, শিশু মৃত্যুর ঘটনায় মৃতের পিতা মনিরুজ্জামান বাদী হয়ে মঙ্গলবার রাতে বসুন্ধরা আদ-দ্বীন হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার শামসুদ্দিন আহমেদ, অ্যানেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাসফিয়া মাহমুদ, ডা. আজমেরী আলিম, ডা. নিহাল মো. ফাতিন ও প্রতিষ্ঠানটি ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ এজারভুক্ত আসামিদের আটক করে বুধবার সকালে রিমান্ড চেয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে।

পরবর্তীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাশফিকুর রহমানের আদালত অভিযুক্ত পাঁচজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিন মঞ্জুর করে। পাশাপাশি ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তাকে নির্দেশনা দেন।

আসামিদের জামিনের ব্যাপারে বিস্ময় প্রকাশ মৃতের পিতা মনিরুজ্জামান জানান, আমি মেয়ে মৃত্যুর ঘটনায় অসুস্থ হয়ে পড়েছি। আসামিদের আজকে আদালতে হাজির করা হয়েছে, এ বিষয়টি তদন্ত কর্মকর্তা আমাকে কিছুই জানায়নি। বিষয়টি আমার জানা থাকলে আমি ন্যায় বিচার পেতে আইনজীবী নিয়োগ দিতাম। তদন্ত কর্মকর্তার আমাকে জানানো উচিত ছিল। কেউ কিছুই জানায়নি। আদালত জামিন দিয়েছে, এ বিষয়ে আমার কোন কিছু বলার নেই। তবে ন্যায়বিচার পেতে আমি এখন কি করবো, সেটা বুঝে উঠতে পারছি না।

মৃতের পিতা মনিরুজ্জামানের অভিযোগের বিষয়টি জানতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি তা রিসিভ করেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩





সংবাদ ছবি
নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীরা
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৩৬:১৭


Follow Us