• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:২০:২৩ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিসি-এসপি

৫ এপ্রিল ২০২৪ সকাল ০৮:০৫:৪১

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যৌথ মহড়া দিয়েছে কুমিল্লা হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সড়ক বিভাগ। মহাসড়কে কোনো কারণে যেন যান চলাচল ব্যাহত না হয়, সেজন্য যেসব কার্যক্রম হাতে নেয়া হয়েছে তা পর্যবেক্ষণে রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই মহড়ায় অংশ নেন।

৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে পদুয়ার বাজার পর্যন্ত পরিদর্শন শেষে দুপুরে সাংবাদিকদের কথা বলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু মুশফিকুর রহমান ও পুলিশ সুপার আবদুল মান্নান।

Ad
Ad

এ সময় তারা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার শত কিলিমিটার অংশে  ঈদে ঘরমুখো মানুষের যাত্রা যেন নির্বিঘ্ন হয় সে জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Ad

কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে শুরু করে পদুয়ার বাজার রেলওভাপাস পর্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো পর্যবেক্ষণ করেন তারা। এ সময় যাত্রী ও চালকদের সাথে কথা বলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমাসহ হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

জেলা প্রশাসক খন্দকার মু মুশফিকুর রহমান জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কসহ কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-চাঁদপুর সকল সড়কেই পুলিশ, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। অতিরিক্ত ভাড়া ও অবৈধ পার্কিং নিরসনে কাজ করছে মোবাইল কোর্ট।

পুলিশ সুপার আবদুল মান্নান জানান, শুধু যানজট নয়, যাত্রী ও চালকদের নিরাপত্তা রক্ষায়ও সচেষ্ট আছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫






Follow Us