• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সকাল ০৯:৫৭:২৯ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে ৮ মাসের শিশু অপহরণের ২৯ দিন পর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

২ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৪৯:০৯

সংবাদ ছবি

গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুরে ৮ মাসের শিশু অপহরণের ২৯ দিন পর শিশু উদ্ধারসহ আসামী আইরিনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

Ad
Ad

২ মে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জিএমপি উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মাদ সামছুর রহমান।

Ad
Ad

তিনি জানান, গত ৩ এপ্রিল শিশুটির মা সন্তানকে গোসল করিয়ে রুমে রেখে কাপড় দোয়ার জন্য গোসল খানায় যায়। ফিরে এসে রুমে সন্তানকে দেখতে না পেয়ে আশে পাশে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে খুঁজে না পেয়ে বাসন থানায় পাশের রুমের ভাড়াটিয়া আইরিনকে আসামী করে মামলা দায়ের করেন।

Ad

সেই মামলার ভিত্তিতে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে ১ মে বুধবার বিকাল থেকে ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে অভিযান পরিচালনা করে বাসন থানা পুলিশ। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে শহরের চায়না মোড় এলাকা থেকে অপহরণকারী আইরিনকে গ্রেফতার করা হয়। এ সময় আইরিনের হেফাজত থেকে ৮ মাসের শিশু আব্দুল্লাহ আল নোমানকে উদ্ধার করে তার মা বাবার কাছে বুঝিয়ে দেন পুলিশ।

এরআগে উক্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে বগুড়া থেকে আইরিনের স্বামী আবু সাঈদ ওরফে সুমনকে গ্রেফতার করে জিএমপি বাসন থানা পুলিশ।

অপহরণকারী আইরিন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার অন্ততপুর গ্রামের আফজাল হোসেনের মেয়ে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীরা
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৩৬:১৭








Follow Us