• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:৩৩:৪৪ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

পিরোজপুরের ২ উপজেলায় চলছে ভোটগ্রহণ

২১ মে ২০২৪ বিকাল ০৩:৪৩:৫৬

সংবাদ ছবি

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার দুই উপজেলায় (নেছারাবাদ ও কাউখালি) চলছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।

২১ মে মঙ্গলবার সকাল ৮টায় থেকে ইভিএম পদ্দতিতে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Ad
Ad

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত এ দুই উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ২ শত ৮৬ জন।

Ad

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, অধিকাংশ ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের উপস্থিতি কম হলেও মহিলা ভোটাদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।

পিরোজপুর জেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান জানান, নেছারাবাদ(স্বরুপকাঠি) উপজেলায় ১টি পৌরসভা ও ১০ ইউনিয়নে ৮৯টি ভোটকেন্দ্রে ১ লাখ ৯১ হাজার ৮শত ২৫ জন ভোটার এবং কাউখালী উপজেলায় ৫টি ইউনিয়নে ৬৩ হাজার ৪শত ৬১ জনের ভোট প্রদানের জন্য ৩৩টি কেন্দ্র রয়েছে।

এ দুই উপজেলা ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ১২২টি ভোটকেন্দ্রে ৮ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি ইউনিয়নে ১ জন করে ম্যাজিস্ট্রেটসহ মোট ১৬ জন ম্যাজিস্ট্রেট, র‌্যাব, ভিজিপি, পুলিশ ও আনসার মোতায়ন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫





Follow Us