• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ১২:৩৫:০০ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলের চার উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে

৫ জুন ২০২৪ সকাল ০৯:২২:২৬

সংবাদ ছবি

টাঙ্গাইল প্রতিনিধি: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নেয়া কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আজ ৫ জুন বুধবার টাঙ্গাইল জেলার বাসাইল, সখীপুর, মির্জাপুর ও গোপালপুর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোটাররা উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম লক্ষ করা যাচ্ছে।

নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে পুরো নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত টহলে আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত  কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত।

Ad
Ad

বাসাইল উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৮৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার  ৭৫ হাজার ৬৩১ জন এবং মহিলা ভোটার ৭৬ হাজার ১৯৮ জন এবং ৩য় লিঙ্গ (হিজরা) ভোটার ১ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫৮টি।

Ad

সখীপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস-চেয়ারম্যান ৪ পদে জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা  করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার  ১ লাখ ২১ হাজার  ৯৪৬ জন, মহিলা ভোটার ১ লাখ ২১ হাজার  ৭৪৪ জন এবং  ৩য় লিঙ্গ (হিজরা) ভোটার ২ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৩ টি।

মির্জাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে  ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ  ৬২ হাজার  ৮৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার  ১১৩ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৯  হাজার  ৭৩২ জন এবং  ৩য় লিঙ্গ (হিজরা) ভোটার ৬ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৪টি।

গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩১  হাজার  ৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার  ১ লাখ ১৬ হাজার ১০৫  জন, মহিলা ভোটার  ১ লাখ  ১৫ হাজার ২৫৪  জন এবং  ৩য় লিঙ্গ (হিজরা) ভোটার ১ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা  ৮২টি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫








সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


Follow Us