• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০১:১১:১৬ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

বিজয়নগর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

৫ জুন ২০২৪ সকাল ১০:০৪:৩৯

সংবাদ ছবি

বিজয়নগর (ব্রাহ্মণবা‌ড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। বুধবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পযর্ন্ত।  

সরেজমিনে গিয়ে জানা যায়, এ উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি  মাদরাসা ভোট কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫৬৬ জন। প্রথম এক ঘণ্টায় এই কেন্দ্রে ১৬৯ জন ভোট প্রদান করেছেন বলে জানান প্রিজাইডিং অফিসার মো. মুরাদ হোসেন পাঠোয়ারী।

Ad
Ad

বিজয়নগর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন, নারী ভাইস চেয়ারম্যান ৫ জন।

Ad

এ উপজেলায় ১৮৭ টি কেন্দ্রে ৫৩৬ টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১০ হাজার ৫৩৮ জন। এরই মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯ হাজার ৮৪৫, নারী ভোটার ১ লক্ষ ৬ হাজার ৯৩ জন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি আনসার সদস্য নিয়োজিত আছেন। এর পাশাপাশি র‌্যাব, পুলিশের সমন্বয়ে মোবাইল টিম ও গোয়েন্দারাও নিয়োজিত রয়েছেন। ১০ ইউনিয়নে ১০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫








Follow Us