• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:১৯:৩৫ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

বগুড়ায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১২ হাজার পরিবার

৬ জুলাই ২০২৪ সকাল ০৮:৫৬:২৯

সংবাদ ছবি

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে জেলার অন্তত ১২ হাজার পরিবার।

Ad
Ad

প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সারিয়াকান্দির যমুনা ও বাঙালি নদীতে পানি বেড়েই চলেছে। ফলে সারিয়াকান্দিসহ পার্শ্ববর্তী সোনাতলা ও ধুনাট উপজেলায় যমুনার তীরবর্তী গ্রামগুলো বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত ৫০ কিলোমিটার কাঁচা রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

Ad
Ad

হু হু করে বন্যার পানি নতুন নতুন জনবসতিতে প্রবেশ করছে। বন্যার কারণে নদী ভাঙন অব্যাহত রয়েছে। বন্যার পানিতে প্লাবিত হয়েছে বাড়ি-ঘরসহ শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাট। বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষ তাদের পরিবার নিয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়েছে।

Ad

অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবিলায় প্লাবিত এলাকায় মাইকিং, রেসকিউ বোট এবং অন্যান্য ইঞ্জিনচালিত নৌকা প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া আশ্রয়প্রার্থীদের জন্য ছয়টি বন্যা আশ্রয়কেন্দ্র এবং কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে।

৫ জুলাই শুক্রবার বিকালে বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান ও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। পরে বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান, পৌর মেয়র মতিউর রহমান মতিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।  

এ সময় বন্যা প্লাবিত এলাকায় ভাঙন রোধে নানা পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আশ্বাস দেন স্থানীয় এমপি সাহাদারা মান্নান।

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২

সংবাদ ছবি
ভৈরবে ১০২ কেজি গাঁজা উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৩:৩৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪০
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৭:৩১