• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০১:০৭:৫৪ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ার সব ধর্মের মানুষ আমার পরিবারের সদস্য: হুম্মাম কাদের

১১ আগস্ট ২০২৪ সকাল ০৯:২৫:১১

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়ার এক সমাবেশে দাবি করেছেন, তার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী যে নির্দোষ সেটা সাধারণ জনগণই প্রমাণ করে দিয়েছে।

তিনি বলেন, শুভেচ্ছা বিনিময়কালে রাঙ্গুনিয়ার মানুষ সর্বত্র একই প্রশ্ন করছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর মিথ্যা মামলার বিচার কবে হবে? তিনি বলেন, জনগণের সমর্থন দেখেই বোঝা যাচ্ছে বিচার হয়ে গেছে এবং সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ।

Ad
Ad

১০ আগস্ট শনিবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজার জিয়ারত এবং রাঙ্গুনিয়ার জনগণের সাথে দেখা করতে এসে তিনি রোয়াজারহাটে এসব কথা বলেন।

Ad

হুম্মাম কাদের আরও বলেন, রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের আর কোনো অস্তিত্ব নেই, যারা ছিল তারা শেখ হাসিনার সাথে পালিয়ে গেছে। বাকিরা শুধু জিয়ার সৈনিক। তাই এখানে বিএনপিকে আর ভোট চাইতে হবে না, ভোট ইতোমধ্যেই হয়ে গেছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের অত্যাচার সবার জানা, কিন্তু এখন ধৈর্য ধরতে হবে। বাকি যারা আওয়ামী লীগ আছে তারা রূপ পরিবর্তন করবে। তাদের চাঁদাবাজি, জমি দখল, হয়রানির দিন শেষ। তবে বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের পুলিশে দেওয়ার অনুরোধ জানান তিনি। জিয়াউর রহমানের দলে চাঁদাবাজ, লুটেরা, জমি দখলকারীর কোনো স্থান নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি প্রতিশ্রুতি দেন, যতদিন বেঁচে আছেন রাঙ্গুনিয়ার সব মানুষের সেবা করবেন, শুধু বিএনপির নয়। সব ধর্মের মানুষ তার পরিবারের সদস্য এবং তাদের রক্ষা করার দায়িত্ব তার। যেহেতু সবাই তার পরিবার, তাই দায়িত্ব সবার। তিনি ভোট চাইতে নয়, দোয়া চাইতে এসেছেন বলেও জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫









Follow Us