• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৪:৩৪:৪৭ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

কেএমপি উপ-কমিশনার সোনালীসহ ৩ কর্মকর্তার নামে হত্যা মামলা

১৬ আগস্ট ২০২৪ সকাল ১১:৩২:১৪

সংবাদ ছবি

খুলনা ব্যুরো: খুলনা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেনসহ তিন কর্মকর্তার নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নগরীর ৩১ নম্বর বিএনপির সহ-সভাপতি বাবুল হোসেন কাজীকে হত্যার অভিযোগে তার স্ত্রী ফাতেমা বেগম ১৫ আগস্ট বৃহস্পতিবার এই মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অপর দুই আসামি হলেন, খুলনা সদর থানা পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।

Ad
Ad

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৯ মার্চ খুলনার কেডি ঘোষ এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে আন্দোলন চলাকালে নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. বাবুল হোসেন কাজী পুলিশের লাঠিচার্জে আহত হন। পরে  তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১১ দিন পর বাবুলের মৃত্যু হয়।

Ad

বাদীর আইনজীবী তৌহিদুর রহমান তুষার জানান, আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। খুলনা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আনিচুর রহমান আগামী ২৩ অক্টোবরের মধ্যে তদন্ত  প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করে দিয়েছেন ।

বিএনপি নেতারা জানান, ২০২১ সালের ২৯ মার্চ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা ছিল বিএনপির। বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে যখন নেতাকর্মীরা সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন পুলিশ নেতাকর্মীদের ওপর অতর্কিত লাঠিচার্জ করে। এ ঘটনায় ৩১ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি বাবুল হোসেন কাজী, নগর বিএনপির যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম বাবু, বটিয়াঘাটা থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খন্দকার ফারুক হোসেন, জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম, কাজী ফজলুল কবির টিটো, স্বেচ্ছাসবক দলের আলাউদ্দিন তালুকদার, বটিয়াঘাটা থানা বিএনপির মোতাহার হোসেন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর রহমান মিজান ও নগর যুবদল নেতা শফিকুল ইসলাম শাহীন আহত হন।

এদের মধ্যে ৩১ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি বাবুল হোসেন কাজী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১১ দিন পরে মারা যান। সেই ঘটনায় নিহত বাবুলের স্ত্রী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন, সদর থানা পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
৩৩টি পানির ফিল্টার স্থাপন করলো জবি ছাত্র শিবির
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৩০:৫৫

সংবাদ ছবি
বিসিবি সভাপ‌তির চি‌ঠির কার্যকারিতা স্থগিত
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:২৬:০১


সংবাদ ছবি
বেগমগঞ্জে প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:০৯:১৬

সংবাদ ছবি
কাউনিয়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৫:০৫



সংবাদ ছবি
ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের ১১ অভিযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৫২:৩৫

সংবাদ ছবি
নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে ডাবলুর গণসংযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৪২:৩৮



Follow Us