• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:৩১:১৭ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে জামায়াত কর্মী হত্যার ঘটনায় থানায় মামলা

২৭ আগস্ট ২০২৪ দুপুর ০২:৫৩:৩০

সংবাদ ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ২০১৩ সালে জামায়াত কর্মী আব্দুস ছালাম হত্যার ঘটনায় ৭২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে নিহতের শ্বশুর আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন। জামায়াত কর্মী ও মাদ্রাসা শিক্ষক আব্দুস ছালাম রাজবাড়ী জেলার বাসিন্দা ছিল। তিনি ঝিনাইদহের একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন।

Ad
Ad

মামলায় সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু, তাহজীব আলম সিদ্দিকি সমী, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, ডিএসবির সাবেক ওয়াচার মুরাদসহ ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত দুইশ জনকে আসামি করা হয়েছে।

Ad

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি ইসলাম বিদ্বেষী স্লোগারের কটূক্তি ও সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ওলামা মাশায়েখের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করলে তাদের উপর হামলা করা হয়। হামলা চালিয়ে জামায়াত কর্মী ও মাদ্রাসা শিক্ষক আব্দুর ছালামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫






Follow Us