• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:২১:৩৮ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

নার্সিং অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

১৪ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:২৭:১৯

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: নার্সিং শিক্ষার্থী এবং নার্সিং পেশা নিয়ে ‘অবমাননাকর বক্তব্য’ দেওয়ার অভিযোগ এনে প্রতিষ্ঠানের মহাপরিচালক (ডিজি) মাকসুরা নূরের পদত্যাগ দাবি করে মানববন্ধন করেছে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তাবৃন্দ এবং সকল উপজেলার নার্সিং কর্মকর্তাবৃন্দ।

১৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তাবৃন্দ এবং সকল উপজেলার নার্সিং কর্মকর্তাবৃন্দরা হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করেন।

Ad
Ad

মানববন্ধনে উপস্থিত ছিলেন ডা. বদরুল আলম, ডা. মো. আরিফুর রহমান, নার্সিং সুপারভাইজার আনিসুর রহমান ভূঁইয়া, নার্সিং কর্মকর্তা শাহিনুর রহমান শাহিন প্রমুখ।

Ad

বক্তারা বলেন, জঘন্য কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অবিলম্বে পদত্যাগ চাই। একইসাথে নার্সদের সকল পদে পদায়ন চাই।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ঢাকায় বিভিন্ন দাবি নিয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নার্সিং বিভাগের শিক্ষার্থীরা। তখন তিনি তাদের সঙ্গে ‘বাজে আচরণ’ করে উল্লেখ করে তিনি বলেন, নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়া সরকারের ‘ভুল’ ছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫






Follow Us