• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ১২:২৫:২৩ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

রায়পুরায় স্কুলের ২০ বছরের জটিলতা নিরসনের দাবিতে মানববন্ধন

২৩ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৯:১৮

সংবাদ ছবি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় গৌরিপুর কোহিনুর জুটমিল হাই স্কুলটি গত ২০ বছর ধরে বিভিন্ন জটিলতা চলে আসছে। এ জটিলতা নিরসনে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থীসহ এলাকাবাসী।

২৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে এ দাবি করেন তারা। শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শেখ হাসিব চেরাগী বলেন, কোহিনুর জুট মিল হাই স্কুলটির নামে আরো একটি স্কুল খুলে ব্যবসা করে আসছে  আতিক নামে একজন শিক্ষক। ফলে গত ২০ বছর ধরে বিভিন্ন সমস্যায় ভুগছে স্কুলটি। যার ফলে স্কুলের বিভিন্ন কর্মকাণ্ড বাঁধাগ্রস্ত হচ্ছে। এ সকল জটিলতা নিরসনে ইউএনও'র হস্তক্ষেপ কামনা করেন তারা।

Ad
Ad

মানববন্ধনে এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তারা ইউএনওর সাথে দেখা করেন।

Ad

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান বলেন, শিক্ষক নিয়োগের বিষয়টা আদালতের মাধ্যমে শেষ করতে হবে, আর প্রশাসনিক সমস্যাগুলো লিখিত আকারে আমাকে জানাতে বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩



Follow Us