• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:১৩:৫০ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

২ অক্টোবর ২০২৪ রাত ০৮:১৩:০৩

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: নাশকতাসহ বিস্ফোরক আইনের দুটি মামলার আসামি নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনকে গ্রেফতার করেছে পুলিশ। ১ অক্টোবর মঙ্গলবার রাতে ময়মনসিংহ শহর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় শাওনকে গ্রেফতারে অভিযান চালানো হয়।

Ad
Ad

নেত্রকোণা মডেল থানায় দায়ের নাশকতাসহ বিস্ফোরক আইনের দুইটি মামলায় সাত দিনের পুলিশি হেফাজত (রিমান্ড) চেয়ে আজ (২ অক্টোবর) বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Ad

ওসি আরও জানান, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে দায়ের করা মামলাগুলোর বাদী পৌর শহরের কাটলি এলাকার আল-আমিন ও সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা সাদেক মিয়া।

এই মামলায় নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান লিটন এবং নেত্রকোণা-২ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান খসরুকেও আসামি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫






Follow Us