• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:২০:৫১ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

নির্বাচনে প্রতিদ্বন্দিতা হবে, নির্বাচন শেষে আমরা সবাই এক পরিবার: হাতেম

১১ মে ২০২৫ দুপুর ০২:৪৭:৪৪

সংবাদ ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিকেএমইএ’র সাবেক সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, মেম্বাররা যারা আমার এবং আমার প্যানেলের ওপর আস্থা রেখেছেন। বিকেএমইএ’র জন্ম থেকেই আমি বিকেএমইএ’র নানা পদে থেকে আমি সার্ভিস দিয়েছি। তার প্রতিদান তারা আমাকে দিয়েছেন এই নিরঙ্কুশ সমর্থন দিয়ে।

Ad
Ad

১১ মে রোববার বিকেএমইএ’র নির্বাচনে পূর্ণ প্যানেলের বিজয়ের প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।

Ad
Ad

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আমাদের এ বোর্ডের প্রত্যেকেই যোগ্য ক্যান্ডিডেট ছিলেন। নেতৃত্বের দিক দিয়েও তারা তাদের যোগ্যতা প্রমাণ করেছেন। আমরা জ্বালানি নিয়ে কাজ করছি। অগ্রাধিকার ভিত্তিতে আমরা জ্বালানি উপদেষ্টা ও তিতাস এবল পেট্রোবাংলার সাথে বসেছিলাম। তারা আমাদের সমস্যা সমাধান করে আমাদের সুযোগ করে দিয়েছেন। সরকারের অন্য বিভাগ বিশেষ করে এনবিআর, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা আমাদের ব্যাবসা নিয়ে কাজ করব। বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আমরা কাজ করব।

Ad

বিগত সময়ে নারায়ণগঞ্জের শ্রম সমস্যা নিয়ে আমরা কাজ করেছি। যার ফলে নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষের ঘটনা তেমন একটা ঘটেনি। আমাদের যারা বিভিন্ন ভাবে এ কাজে সহযোগিতা করেছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামী দিনে সকলকে একসাথে নিয়ে এ দেশের অর্থনীতি ও রপ্তানিকে এগিয়ে নিতে কাজ করবো।

আমাদের মেম্বাররা আনন্দের সাথে ভোট দিয়েছেন। আমি মনে করি এটা আমাদের সার্থকতা। তারা আমাদের ওপর আস্থা রেখেছেন। আমার প্যানেলের প্রতি পূর্ণ আস্থা রেখে আমাদের বিরুদ্ধে তারা নির্বাচন করেননি। আমাদের বিরুদ্ধে তিনজন স্বতন্ত্র প্রার্থী ছিল। আমি আশা করি গণতান্ত্রিক এ ধারা অব্যাহত থাকবে। নির্বাচনে প্রতিদ্বন্দিতা হবে, নির্বাচন শেষে আমরা সবাই একটি পরিবার।

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২

সংবাদ ছবি
ভৈরবে ১০২ কেজি গাঁজা উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৩:৩৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪০
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৭:৩১