• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সকাল ১১:৫১:৩৫ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারক চক্রের চারজন গ্রেফতার

২৩ জুন ২০২৫ বিকাল ০৫:৫০:৪৫

সংবাদ ছবি

মো. মাইনুল হক, নীলফামারী: নীলফমারীতে অনলাইন ভিসা প্রতারক চক্রের চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই মুসরত পানিয়াল পুকুর এলাকার মনোয়ার হোসেনের ছেলে শাকিল (২৬), একই এলাকার কহিনুর ইসলামের ছেলে রুজু (২০) ও রাজু (২৬) এবং মুসরত বটতলা গ্রামের মুকুলের ছেলে আল আমিন (২১)।

Ad
Ad

২৩ জুন সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে (প্রেস ব্রিফিংয়ে) বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের।

Ad

ওসি জানান, অনলাইন ভিসা প্রতারণার শিকার হয়ে শরিয়তপুর জেলার দক্ষিণ ডামুড্যা এলাকার বাসিন্দা নয়ন লিখিতভাবে অভিযোগ দেন। ওই অভিযোগের প্রেক্ষিতে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত  শুরু করেন। গত রবিবার (২২জুন) ভোর ৪ টার দিকে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।  
এ ঘটনায় মামলার বাদী নয়ন ১৯ লাখ ১০হাজার টাকা প্রতারণার শিকার হন বলে জানান ডিবি ওসি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আক্তার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। সোমবার (২৩ জুন) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের (আসামি) আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩






Follow Us