শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি ট্রলি জব্দ করেছে বিজিবি।
১৫ সেপ্টেম্বর সোমবার রাত ৮টার দিকে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাংগা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতি থেকে শ্রীবরদীর দিকে যাচ্ছিল ট্রলিটি। ভায়াডাংগা বাজারে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ট্রলিটি আটক করে রাখে। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রলিটি আটক করে। এ সময় অবৈধভাবে আনা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। পরে বিজিবি মালামাল জব্দ করে তাওকুচা ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবির নায়েব সুবেদার আতিয়ার রহমান জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত ঘেঁষা এলাকায় অবৈধভাবে ভারতীয় মশলা, বিশেষ করে জিরা পাচার হয়ে আসছে। এসব মশলার চাহিদা থাকায় পাচারকারীরা নানাভাবে দেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করছে। সাধারণ জনগণের সহযোগিতায় তেমন একটি চালান আটক করা সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় ট্রলির চালক ও সহযোগীরা পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, জব্দ জিরার পরিমাণ ও আনুমানিক বাজারমূল্য নির্ধারণের প্রক্রিয়া এবং মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available