• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সকাল ১০:৪১:১৩ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

জনগণের সমর্থন থাকলে বিদেশি সমর্থনের প্রয়োজন নেই: কৃষিমন্ত্রী

২৪ জুন ২০২৩ বিকাল ০৩:৩৩:২৩

সংবাদ ছবি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘জনগণের সমর্থন থাকলে বিদেশি সমর্থনের প্রয়োজন নেই’ উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের বিদেশিদের সমর্থনের কোন দরকার নেই। আমরা চাই জনগণের সমর্থন। জনগণ এ দেশের মালিক। তারা নির্ধারণ করবে, আমাদের প্রতি তাদের সমর্থন আছে কিনা? সেটা নির্বাচনে প্রমাণিত হবে।

Ad
Ad

২৪ জুন শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরে অডিটোরিয়ামে শিক্ষক ফেডারেশনের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

ড. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সরকার নির্বাচিত সরকার। জনগণের জানমালের নিরাপত্তা, সম্পদের ও জীবনের নিরাপত্তা দেয়া; আমাদের পবিত্র দায়িত্ব। দেশের স্বার্থে জাতির স্বার্থে আমরা সর্বোচ্চ সর্তকতা নিয়ে এগুলো মোকাবেলা করবো।

Ad

তিনি আরও বলেন, বর্তমান সরকার অনেক উন্নয়ন করেছে। পদ্মা সেতু, ফোর লেন রাস্তা, স্কুল, খাদ্য উৎপাদন, গ্রামের উন্নয়ন, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ, শিল্প কারখানাসহ সব দিকে উন্নয়ন করেছে। উন্নয়নের কারণে জনগণ আমাদের সাথে রয়েছে।

মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল কুমার দাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু হাদী নূর আলী খান, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, আব্দুল গফুর মন্টু, ফেডারেশনের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শরিফ আহমদ নাছির, সাবেক ভাইস-চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, মধুপুর টেকনিক্যাল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, আউশনারা কলেজে অধ্যক্ষ কামরুজ্জামান জুয়েল, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রহিছ উদ্দিন, বোকারবাইদ গার্লস স্কুলের প্রধান শিক্ষক ছালমা আফরোজ প্রমুখ।

সভায় ফেডারেশনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩





সংবাদ ছবি
নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীরা
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৩৬:১৭



Follow Us