• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৪:০৭:৫৯ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

মতলব উত্তরের বাবু হত্যা মামলায় কাজী মিজানের জামিন ৮ সপ্তাহ স্থগিত

১৩ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৯:৪৯:৪৪

সংবাদ ছবি

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের যুবলীগ নেতা মোবারক হোসেন বাবু হত্যা মামলার প্রধান আসামি কাজী মিজানুর রহমানের জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ । গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কাজী মিজানুর রহমানের জামিনের এ স্থগিতাদেশ দেন।

১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জামিন স্থগিতাদেশের সুপ্রিম কোর্টের কপি চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সরকারি রেজিস্ট্রার (জিপি) ডাকযোগে পৌঁছে বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী। এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিতের খবর পেয়ে মঙ্গলবার মোবারক হোসেন বাবু হত্যা মামলার ধার্য্য তারিখে মামলার আসামি কাজী মিজানুর রহমান আদালতে হাজির হননি।

Ad
Ad

গত ৩১ আগস্ট হাইকোর্ট থেকে কাজী মিজান, কাজী মতিন ও কাজী হাবিব জামিন পেলে ওই দিনই মামলার বাদী ও নিহত বাবুর আপন ভাই আমির হোসেন কালু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামিন বাতিল চেয়ে আবেদন করেন। উক্ত আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের আদালত কাজী মিজানুর রহমানের বিরুদ্ধে ৮ সপ্তাহের জন্য জামিন স্থগিতাদেশ দেন।

Ad

এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জামিন স্থগিতাদেশের কপি চাঁদপুর নিম্ন আদালতে পৌঁছার বিষয়ে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সেলিম মিয়া জানান, আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জামিন স্থগিতাদেশের কপি পেয়ে নিম্ন আদালতে কাজী মিজানুর রহমানের জামিন বাতিল চেয়ে আবেদন করি। তবে আদালত নথি দেখে আদেশ দেবেন বলে জানান।

উল্লেখ্য, গত ১৭ জুন তারিখে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে আসার পথে কাজী মিজানের নির্দেশে তার ভাই কাজী মতিনের নেতৃত্বে মিছিলে গুলিবর্ষণের পর যুবলীগ নেতা মোবারক হোসেন বাবুসহ ৫ জন গুলিবিদ্ধ হলে তাদের তাৎক্ষণিকভাবে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোবারক হোসেন বাবুকে মৃত ঘোষণা করেন। পরে ওই দিন রাতে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করা হলে পরদিন ১৮ জুন সকালে মামলার প্রধান আসামি কাজী মিজানুর রহমানকে ডিবি পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। আড়াই মাস পর গত ৩ সেপ্টেম্বর চাঁদপুর জেলখানা থেকে জামিনে বের হন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
কাউনিয়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৫:০৫



সংবাদ ছবি
ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের ১১ অভিযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৫২:৩৫

সংবাদ ছবি
নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে ডাবলুর গণসংযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৪২:৩৮







Follow Us