• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৫৮:২৪ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত ২ কয়েদির মৃত্যু

১৭ অক্টোবর ২০২৩ বিকাল ০৫:০৮:৩১

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। তারা দু’জনেই কারাগারে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালে ১৭ অক্টোবর সোমবার দিবাগত রাতে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

Ad
Ad

নিহত হলেন, বাগেরহাটের মোড়লগঞ্জ থানার দানসাগর গ্রামের ওয়াজেদ আলী ফরাজীর ছেলে নজরুল ইসলাম ফরাজী (কয়েদি নং- ৭৪৮২/এ) ও ময়মনসিংহের কোতয়ালি থানার মির্জাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে আকরাম হোসেন (কয়েদি নং-৩৮১৮/এ)।

Ad
Ad

কাশিমপুর কারাগার সূত্রে জানা যায়, ঢাকার সাভার থানার একটি মামলায় নজরুল ইসলাম যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। গত রোববার দিবাগত মধ্যরাতে তিনি বুকের ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। ওইদিন রাতেই তাকে কারারক্ষীদের প্রহরাধীনে ডান্ডাবেড়ী ও হ্যান্ডকাপসহ এ্যাম্বুলেন্সযোগে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Ad

অপরদিকে আকরাম হোসেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-৪-এ বন্দি ছিলেন। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন। সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে যান তিনি। পরে হাসপাতালে নিলে রাত ১২ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত এবং কারাবিধি শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৫:৩৬

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৪:৪৬








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২