• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ১২:১০:০৫ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

১ নভেম্বর ২০২৩ রাত ০৮:৫৭:১৭

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

১ নভেম্বর বুধবার দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মানিকগঞ্জের ঘিওরের জোকা এলাকায় যুব উন্নযন অধিদপ্তর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Ad
Ad

মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।

Ad

এ সময় তিনি বলেন, তরুণদের জন্য প্রধানমন্ত্রী নানা প্রকল্প হাতে নিয়েছেন। সেখান থেকে নানা বিষয়ে প্রশিক্ষণ নিয়ে অনেক তরুণ-তরুণী স্বাবলম্বী হয়েছে। আজ আপনারা যারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন, সে বিষয়ে আপনারা কাজ করে নিজেদের ভবিষ্যত গড়বেন; এটাই প্রত্যাশা রইলো। আর যাদের অবদানে এই প্রতিষ্ঠান হয়েছে, সেই আওয়ামী সরকারকে আবারও ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দিতে হবেন।

মানিকগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাজহারুল হকের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুব উন্নয়নের অধিদপ্তরের উপ-পরিচালক অলকা প্রভা দে, যুব উন্নয়ন প্রশিক্ষনের ডেপুটি কো-অর্ডিনেটর এসএম রবিউল হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলসহ কয়েকজন সফল উদ্যোক্তা।

অনুষ্ঠানে চারজন সফল আত্মকর্মী ও সংগঠককে ক্রেস্ট, ১৫ জনকে ১০ লাখ ৭০ হাজার টাকার ঋণের চেক ও ১০ জনকে সনদপত্র বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩





Follow Us