• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সকাল ০৬:০২:০৭ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

সদরপুরের বিস্তীর্ণ চরটি এখন কাশফুলের সাদা বিছানা

২১ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:০১:৫৪

সংবাদ ছবি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে পদ্মার বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরে কাঁশফুল তার সাদা চাদর বিছিয়ে রেখেছে। চোখ ধাঁধানো দিগন্ত জোড়া কাঁশবন প্রকৃতি প্রেমীদের মনকে প্রশান্তির মায়ায় ভাসিয়ে দিয়েছে। শরৎ মানেই যেন আকাশে তুলোর মতো শুভ্র মেঘে ভেসে বেড়ানো আর দিগন্তজোড়া প্রান্তরে কাশফুলের মনোরম দৃশ্য।

Ad
Ad

সদরপুর উপজেলার ২নং আকোটের চর ইউনিয়নের অকোট বাজার সংলগ্ন একটি চর। বিশাল এই চরজুড়ে ছেয়ে গেছে কাঁশবন। সাদা রঙের ফুলে ভরে উঠেছে কাঁশবন। দূর থেকে দেখে মনে হবে বিশাল আকৃতির সাদা বিছানা চাদর বিছিয়ে রাখা হয়েছে। উপজেলার আর কোথাও এতো বড় কাঁশবন খুঁজে পাওয়া যাবে না।

Ad
Ad

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ যতদূর চোখ যায় শুধু কাঁশফুল আর কাঁশফুল। গ্রাম কিংবা শহরের ক্লান্তি দূর করে প্রশান্তির মায়াবী আবেশ ছড়িয়ে দিচ্ছে দিগন্তজোড়া এই কাঁশফুল। সেই কাশফুলের রাজ্যে গাঁ ভাসাতে অনেকেই ভিড় জমাচ্ছে। ছবি আর সেলফি তুলে স্মৃতি হিসেবে ক্যামেরাবন্দি করছে নিজেদের। নানা মাধ্যম থেকে এই কাঁশবনের কথা জেনে প্রতিদিনই অনেক মানুষ ঘুরতে বা দেখতে আসছেন। ঘুরতে গিয়ে প্রত্যেকেই যেন নিজেকে বিলিয়ে দিচ্ছে প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে।

Ad

ঘুরতে আসা অনেকেই জানান, কালের পরিক্রমা ও আধুনিকতার ছোঁয়ায় সদরপুর থেকে হারাতে বসেছে শরতের কাঁশফুল। একটা সময় সদরপুরের বিভিন্ন এলাকায় কাঁশবনের কাঁশফুলগুলো দোল খেতো মৃদু বাতাসে। এখন সদরপুরের গ্রাম-গঞ্জে বিচ্ছিন্নভাবে থাকা যে কয়টি কাঁশবন চোখে পড়ে সেগুলোও হারিয়ে যাচ্ছে। আমরা চাই এই সৌন্দর্য টিকে থাকুক। আমরাসহ আমাদের পরের প্রজন্ম এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাক।

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৫:৩৬

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৪:৪৬








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২