• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:৫২:৩২ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গায় কারাগারে আসামির রহস্যজনক মৃত্যু

২ জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭:৩০

সংবাদ ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় এক মাদক মামলার আসামির চুয়াডাঙ্গা জেলা কারাগারে মৃত্যু হয়েছে। তবে পরিবারের লোকজন দাবি করেছে দর্শনা থানা পুলিশ তাকে আটকের সময় সে সুস্থ ছিল, কিন্তু তাকে প্রহার করায় তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

২ জুন সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগারে তার মৃত্যু হয়।

Ad
Ad

গ্রামবাসী সূত্র জানা যায়, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী গ্রামের মরহুম আকবর আলীর ছেলে মহিরুল ইসলাম (৪২) ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় তার শ্বশুর বাড়িতে থাকতেন। দীর্ঘদিন পর শ্বশুর বাড়ি থেকে ১ জুন রোববার সকাল ১০টার দিকে সে নিজ গ্রামের বাড়িতে আসার পর পরই দর্শনা থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। ওই সময় সে সুস্থ ছিল।

Ad

মৃতের ভাতিজা সাইদুর রহমানসহ আত্মীয়-স্বজনরা জানান, এটা অস্বাভাবিক মৃত্যু। যখন পুলিশ মহিরুলকে আটক করে নিয়ে যায় তখন তিনি সুস্থ ছিলেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তার মৃত্যুর খবর শুনে তারা বাকরুদ্ধ হয়ে পড়ে। বিষয়টি তদন্ত হওয়া দরকার বলে তারা জানান।

দর্শনা থানার অফিস ইনচার্জ মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, মহিরুলের নামে মাদক মামলার একটি ওয়ারেন্ট ছিল, তাই দর্শনা থানার এসআই রেজাউল হোসেন তাকে আটক করে আনার পর রোববার বেলা সাড়ে ১১টার দিকে তাকে কোর্ট হাজতে সোপর্দ করা হয়। 

চুয়াডাঙ্গা জেলা কারাগারের (ভারপ্রাপ্ত) জেলার ফখর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কোর্ট হাজত থেকে রোববার বিকেল ৫টায় ওই আসামিকে কারাগারে দিলে পরদিন সোমবার সকাল ৭টায় তার মৃত্যু হয়। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
কাউনিয়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৫:০৫



সংবাদ ছবি
ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের ১১ অভিযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৫২:৩৫

সংবাদ ছবি
নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে ডাবলুর গণসংযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৪২:৩৮







Follow Us