মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে ডাকাতদের হামলায় রাশিদা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২২ সেপ্টেম্বর সোমবার গভীর রাতে উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে একদল ডাকাত গ্রামে ঢুকে আমির মাস্টারের পাশের বাড়িতে হানা দেয়। এ সময় তারা ঘরে থাকা রাশিদা বেগমকে হত্যা করে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ বলেন, ডাকাতরা ঘরে ঢুকে লুটপাট চালায়। এ সময় গৃহবধূ রাশিদা বেগমকে নির্মমভাবে হত্যা করে।
জানা গেছে, প্রায় ৩০ বছর আগে স্বামী নকুমুদ্দিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জীবিকার তাগিদে রাশিদা বেগম জর্ডান যান। দীর্ঘ প্রবাস জীবন শেষে এক দশক আগে দেশে ফেরেন। মূল বাড়ি কুমুরিয়ায় হলেও সাত বছর আগে পশ্চিম বাইলজুড়ী গ্রামে নিজ বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন তিনি। রাশিদার একমাত্র মেয়ে তাসলিমা বর্তমানে জর্ডানে অবস্থান করছেন। ঘটনার রাতে রাশিদার ভাইয়ের মেয়ে ও নাতি পাশের ঘরে ছিলেন।
ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনূর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available